চট্টগ্রামে দর্জির দোকানের কর্মচারীকে ছুরি মেরে হত্যা

নিহত সাইফুল আলম রাকিব (২৩)


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তক্তার পুল এলাকায় ছুরি মেরে এক দর্জির দোকানের কর্মচারীকে হত্যা করা হয়েছে।
নিহত সাইফুল আলম রাকিব (২৩) বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার সওদাগরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের পর মনির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, রাত ১টার দিকে তক্তার পুল এলাকার কাসেম বিল্ডিংয়ের সামনে রাকিবকে ছুরি মারা হয়।

“এ ঘটনায় তিনজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন মনির হোসেন। অন্য দুইজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জেরে তারা রাকিবকে খুন করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”

তবে কি নিয়ে তাদের বিরোধ ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে রাকিবকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Comments