Header Ads

Header ADS

যে সমস্ত বিখ্যাত ব্যক্তিগণ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন…



চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ১৮৩৬ সালে ব্রিটিশ সরকার প্রথমে ‘চট্টগ্রাম গভর্নমেন্ট স্কুল’ নামে এটি প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামে এটাই প্রথম ইংরেজি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল চকবাজার প্যারেড ময়দানের দক্ষিণে ও মাদ্রাসা পাহাড় (বর্তমান মহসিন কলেজ)-এর পূর্বদিকস্থ ইংরেজ আমলের প্রথমদিকে নির্মিত একটি পাকা দালানে। ১৮৬৯ সালে সেখানে সরকারি এফ.এ কলেজ প্রতিষ্ঠিত হলে বিদ্যালয়টি মার্কট সাহেবের পাহাড়ের দক্ষিণ প্রান্তে বর্তমান সরকারি মুসলিম হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে একটি পাকা ভবনে স্থানান্তর করা হয়। ১৮৮৬ সালে বিদ্যালয়টি আইস ফ্যাক্টরি রোডে বর্তমান স্থানে পুনঃস্থাপন করা হয় এবং নাম পরিবর্তন করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল রাখা হয়। এ বিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন মি. কুন্ডু। উনিশ শতকের জনপ্রিয় কবি নবীনচন্দ্র সেন এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিশ শতকের প্রথম দশক পর্যন্ত বিদ্যালয়টি এন্ট্রাস স্কুল নামেই জনসাধারণের মধ্যে পরিচিত ছিল। চট্টগ্রামে ইংরেজি শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত ডা. অন্নদাচরণ খাস্তগীর এ বিদ্যালয় থেকেই এন্ট্রাস পাস করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস, লেখক ড. হুমায়ূন আহমেদ এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিদ্যালয়টিতে প্রাতঃকালীন ও দিবা এ দু’পর্বে পাঠদান করা হয়। বিদ্যালয়টিতে ২১টি পাঠকক্ষ, ১টি গ্রন্থাগার, ১টি কম্পিউটার ল্যাব, ২টি সাইন্স ল্যাব, ৩টি ছাত্রাবাস এবং ১টি অডিটোরিয়াম রয়েছে। বর্তমানে (২০১০) এ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ২,০০০ এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৫৫। এ বিদ্যালয়ের ছাত্রাবাসে ২০০ ছাত্রের আবাসিক সুবিধা রয়েছে। এখানে কারিগরি শিক্ষাদানের ব্যবস্থাও আছে। এ বিদ্যালয়ের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা প্রায় ৭ হাজার। ১৯৯২ সালে স্কুলটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসেবে পুরস্কৃত হয়।

অনেক বিশিষ্ট ব্যক্তি এ স্কুলে পড়ালেখা করেছেন। তাদের মধ্যে রয়েছেন,

ছৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী
নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন
সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উ্দ্দীন আহমেদ এমসিএ
সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
জনপ্রিয় লেখক ও সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ
প্রখ্যাত শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম
লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল
ভারত কংগ্রেসের সাবেক সভাপতি জেএম সেনগুপ্ত
পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর জাকির হোসেন
ড. মনোয়ার হোসেন
ড. মুস্তাফা নূরউল ইসলাম
লেখক ও বিজ্ঞানী আবদুল্লাহ আল মূতি শরফুদ্দীন
নাট্যকার আবুল হায়াত
আতাউর রহমান
কবি নবীন চন্দ্র সেন
আবৃত্তিকার-স্থপতি কাজী আরিফ
আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু
কবি ময়ূখ চৌধুরী
সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল
তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও চিটাগাং রিসার্চ ইনশিয়েটিভের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

No comments

Powered by Blogger.