সিটি করপোরেশনের সেবা সম্পর্কে নগরবাসী জানে না
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন নগরবাসী জানেন না সিটি করপোরেশন কি কি সেবা দেয়। সব সেবাই সিটি করপোরেশন থেকে পেতে চান। রাস্তায় যানজট হলে তার সমাধান, ওয়াসার পানির সমস্যা হলে তার সমাধান, বিদ্যুৎ না থাকলে তার সমাধানও সিটি করপোরেশন থেকে পেতে চায় নগরবাসী।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের আবদুস সাত্তার মিলনায়তনে বিএফইউজে ও সিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মেয়র।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক।
সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ঢাকা বাংলাদেশের মাথা হলে, চট্টগ্রাম হচ্ছে হার্ট। তাই হার্ট অকার্যকর হলে মাথা অচল হয়ে যাবে। চট্টগ্রাম সচল থাকলে বাংলাদেশ সচল থাকবে। চট্টগ্রাম ক্ষতিগ্রস্থ হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
কর পুনর্মূল্যায়নে মিডিয়ার কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি মন্তব্য করে মেয়র বলেন, যারা উল্টাপাল্টা তথ্য দিয়েছে, তাদের বক্তব্যই হাইলাইট করে ছাপা হয়েছে। আমার বক্তব্য গুরুত্ব পায়নি। কর পুনর্মূল্যায়নে নগরীর বাড়ি মালিকরা সঠিক তথ্য দেয়নি। মনে রাখতে হবে প্রতিষ্ঠান না থাকলে আমরা থাকবো না।
বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা আপনাকে নির্বাচিত করে চট্টগ্রামের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছেন। আপনার(মেয়র) ভাল কাজের সঙ্গে আছি আমরা। ভাল কাজের সঙ্গে থাকবে মিডিয়াও। চট্টগ্রাম পানিতে ডুবলে আপনার সমালোচনা করবো আমরা।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, বাংলাদেশের সব সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে মন্ত্রী মর্যাদা দেওয়া হয়নি। চট্টগ্রাম মেয়রকে মন্ত্রী মর্যাদা দেওয়ার অনুরোধ করছি।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Comments
Post a Comment