চট্টগ্রাম সরকারি স্কুলের ছাদ ধসে তিন ছাত্র আহত


চট্টগ্রামের শতবর্ষ পুরোনো সরকারি মুসলিম হাইস্কুলের একটি ভবনের ছাদের পলেস্তারা পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অষ্টম শ্রেণির খ শাখায় ক্লাস চলার সময় ছাদের পলেস্তরা ভেঙে পড়ে। এ সময় তিন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে মোক্তাকিমুল আলমকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্লাসের ছাদ থেকে ইটের টুকরো পড়ে তার হাত ও পা কেটে গেছে। একই শ্রেণির অন্য দুই ছাত্র মনিবুর রহমান ও মাসুকুর রহমান আহত হয় ইটের আঘাতে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার হেনরি জানান, দুর্ঘটনা কবলিত একাডেমিক ভবনে ১০টি ক্লাস রুম রয়েছে। এর মধ্যে তৃতীয় তলার চারটি কক্ষ এ ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
১৯৮৯ সালে একাডেমিক ভবনটি নির্মাণের পর ঝুঁকির মধ্যে ক্লাস হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত নগরীর প্রাণকেন্দ্রের এ সরকারি বিদ্যালয়ে দুই শিফটে এক হাজার ৮০০ শিক্ষার্থী পড়াশুনা করে।
সূত্র : এন টিভি 

Comments