৩ বছরেও চালু হয়নি চট্টগ্রাম-কলকাতা সরাসরি বাস

যাত্রী সুবিধার কথা চিন্তা করে ২০১৫ সালে চট্টগ্রাম-কলকাতা রুটে সরাসরি বাস সেবা চালুর উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। তিন বছর পার হয়ে গেলেও নয়াদিল্লি ও ঢাকার সিদ্ধান্তহীনতার কারণে শুরু হয়নি কাঙ্ক্ষিত সে সেবা। এ অবস্থায় দ্রুত সময়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার মার্কু স্ট্রিটেই ঢাকা-কলকাতাসহ বাংলাদেশ ভারতের কয়েকটি রুটের যাত্রী বহনকারী শীর্ষস্থানীয় পরিবহন কোম্পানিরগুলোর কাউন্টার। এরমধ্যে শ্যামলী যাত্রী পরিবহন কলকাতা, খুলনা, আগরতলা এবং শিলং রুটে সরাসরি বাস পরিচালনা করে।
বাকি পরিবহনগুলো পেট্টাপোল সীমান্তে বাস-বদলের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় যাত্রী পৌঁছে দেয়। পরিবহন সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, কলকাতায়, ঢাকার পরই চট্টগ্রামের যাত্রী বেশি।
চট্টগ্রামের যাত্রীদের সুবিধার কথা ভেবে ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা-চট্টগ্রাম রুটে সরাসরি বাস চালুর উদ্যোগ নেয়। এ মুহূর্তে দিল্লি ও ঢাকার সবুজ সংকেতের অপেক্ষায় পরিবহন কোম্পানি সংশ্লিষ্টরা।
শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবণী ঘোষ বলেন, যাত্রীদের চাহিদা কলকাতায় হয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য তারা বাস চান। এই ব্যাপারে আমাদের এখানে টেন্ডার হয়ে গেছে, গাড়িও প্রস্তুত রয়েছে।
পশ্চিমবঙ্গের পরিবহন কর্তৃপক্ষ জানায়, দু'দেশের মধ্যে আলোচনা চলছে। দু'পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেই সেবাটি চালু হবে।
অতিরিক্ত মুখ্যসচিব ও পরিবহন সচিব পশ্চিমবঙ্গ সরকার আলাপন বন্দোপাধ্যায় বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় ও সড়ক ও পরিবহন মন্ত্রণালয় মিলে যে সিদ্ধান্ত নেয়া হবে, আর সেইটা সবাই মিলে বাস্তবায়ন করা হবে।
সরাসরি চট্টগ্রাম-কলকাতা রুট চালু না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে সরাসরি বেনাপোল, যশোর -বেনাপোল। আবার এখান থেকে বাসে করে ইন্ডিয়ায় আসতে হয়। এতে যাত্রীদের অনেক হয়রানি শিকার হতে হয়।
এ অবস্থায়, দ্রুত সময়ে সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান যাত্রীরা।
No comments